সদ্য সংবাদ
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বিশেষ সুবিধা, কার্যকর হচ্ছে ১ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদন: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নতুন বিশেষ সুবিধা চালু হচ্ছে আগামী ১ জুলাই ২০২৫ থেকে। এই সুবিধার আওতায় সরকারি, বেসামরিক, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন।
নতুন সুবিধার মূল দিকগুলো হলো:
* চাকরিরতদের জন্য বিশেষ ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক হাজার পাঁচশত টাকা।
* পেনশনভোগীদের জন্য পূর্বের ২৫০ টাকা থেকে বাড়িয়ে নতুন ভাতা নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা।
এছাড়া, পেনশনভোগীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে এই সুবিধা প্রযোজ্য হবে:
* যাদের মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তার বেশি, তারা ১০ শতাংশ হারে সুবিধা পাবেন।
* যাদের মাসিক পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার কম, তারা পাবেন ১৫ শতাংশ হারে সুবিধা।
২৩ জুন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা।
জনস্বার্থে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং তা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোহাগ/