সদ্য সংবাদ
খামেনির কড়া হুঁশিয়ারি: "ইরান কখনো চুপ থাকবে না"

নিজস্ব প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক জোরালো বার্তায় বলেছেন, কোনো আগ্রাসনের মুখে ইরান কখনোই নীরব থাকবে না। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "আমরা কারো উপর হামলা চালাইনি, তবে কেউ যদি আমাদের ওপর আঘাত করে, তার জবাব দেওয়া হবেই। ইরানি জাতি কখনো মাথা নত করে না — আমরা সম্মান নিয়ে বাঁচি এবং প্রতিরোধ করি।"
এই একই দিনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র দোহা শহরের একটি অংশ কাঁপিয়ে তোলে, বলে নিশ্চিত করেছে বিবিসি অ্যারাবিক ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে। তেহরানের ভাষায়, এটি ছিল একটি প্রতিশোধমূলক এবং কৌশলগত পাল্টা আঘাত।
বিশ্বজুড়ে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।