ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বাংলাদেশির জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ১৬ ১৬:০২:৫৬
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বাংলাদেশির জন্য দুঃসংবাদ

সন্তান জন্মদানের উদ্দেশ্যে যারা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন, ভবিষ্যতে তাদের জন্য ভিসা নবায়ন কঠিন হয়ে উঠতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

শনিবার (১৪ জুন) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পাতায় বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক, বিশেষ করে বাবা-মা পর্যটন ভিসা নিয়ে শুধু সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান। এ ধরনের ভ্রমণের সময় তারা প্রায়ই চিকিৎসা খরচ মেটাতে মার্কিন সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভর করেন।

এ বিষয়ে দূতাবাস জানায়, এই চিকিৎসা ব্যয়ের চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের করদাতাদের উপর এসে পড়ে। তাই ভবিষ্যতে এই ধরনের ভিসা ব্যবহারকারীরা হয়তো আর ভিসা নবায়নের যোগ্য বিবেচিত হবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ