সদ্য সংবাদ
পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত যত মানুষ
-1200x800.jpg)
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সেই খুশিতে ভাঁটা পড়েছে কোরবানির সময় ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনায়। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) জানিয়েছে, ঈদের আগের দিন ও ঈদের দিনে পশুর লাথি বা ধারালো অস্ত্রে আঘাত পেয়ে আহত হয়েছেন মোট ৬৪১ জন। এর মধ্যে ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে।
রবিবার (৮ জুন) হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন পশু কেনার সময় এবং ঈদের দিনে কোরবানি দেওয়ার সময় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন এই বিপুল সংখ্যক মানুষ। আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০৭ জন, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩৪ জন।
হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ জানান, ঈদের দিন কোরবানি দিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন ৩২৫ জন। এদের মধ্যে ১০২ জনের অস্ত্রোপচার করা হয়েছে এবং তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঈদের আগের দিন পশুর লাথিতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন ৩১৬ জন। তাদের মধ্যে ৭৯ জনের জরুরি অস্ত্রোপচার এবং ৮৫ জনের ভর্তি প্রয়োজন হয়।
ডা. রিপন বলেন, “ঈদের দিনে যারা এসেছেন তাদের বেশিরভাগই কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে কেটে আহত হয়েছেন—কারো হাত কেটেছে, কারো পা, আবার কারো রগ কেটেছে। ঈদের আগের দিন যারা এসেছেন, তাদের মধ্যে অনেকেই পশুর লাথিতে পড়ে হাত-পা ভেঙেছেন।”
তিনি আরও জানান, যাদের অবস্থা গুরুতর নয়, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, নিটোরের জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্য হাবিব বলেন, ঈদের দ্বিতীয় দিনেও সকাল থেকেই রোগীরা আসতে শুরু করেছেন। দুপুর ১২টা পর্যন্ত ৭০ থেকে ৮০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। দিনশেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, ঈদুল আজহার সময় দেশে প্রতি বছরই কোরবানির পশু সামলাতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাত, পশুর লাথি বা শিংয়ের গুঁতোয় বহু মানুষ আহত হন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!