ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো, আজ থেকেই কার্যকর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৩ ০৯:৩৭:১৮
এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদন: জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

কমিশনের ঘোষণা অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৪০৩ টাকা, যা আগে ছিল ১,৪৩১ টাকা। পাশাপাশি, প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে মে মাসেও দাম কমানো হয়েছিল—তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা করা হয় এবং অটোগ্যাসের দাম নির্ধারিত ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরবের রেফারেন্স প্রাইস অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় অভ্যন্তরীণ বাজারেও সেই অনুযায়ী মূল্য সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, দেশে রপ্তানিনির্ভর এলপিজি বাজারের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই নতুন করে নির্ধারণ করে বিইআরসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ