সদ্য সংবাদ
এক লাফে কমল এলপিজি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: রান্নার খরচে খানিকটা হলেও স্বস্তি পেলেন সাধারণ ভোক্তা। জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ জুন) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। এতদিন যা ছিল ১,৪৩১ টাকা, নতুন দাম অনুযায়ী তা দাঁড়িয়েছে ১,৪০৩ টাকায়। এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
শুধু সিলিন্ডার নয়, স্বয়ংক্রিয় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও হ্রাস এসেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।
উল্লেখ্য, মে মাসেও ১২ কেজির সিলিন্ডারে ১৯ টাকা কমানো হয়েছিল এবং অটোগ্যাস বিক্রি হয়েছিল ৬৫ টাকা ৫৭ পয়সায়।
বিইআরসি জানিয়েছে, বিশ্ববাজারে প্রোপেন ও বিউটেনের দামে সামান্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে এই মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবহন খরচ এবং বিপণন কোম্পানিগুলোর কমিশন অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদিও দাম কমার পরিমাণ তুলনামূলকভাবে খুব বেশি নয়, তবে এটি ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা হতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন রান্নার জন্য এলপিজির উপর নির্ভরশীল—তাদের খরচ কিছুটা কমবে।
আশা/