ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

এবার উড়িষ্যায় প্রকাশ্যে হাসিনা! সত্যতা নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ৩০ ১৬:৩৮:৩৬
এবার উড়িষ্যায় প্রকাশ্যে হাসিনা! সত্যতা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা ও গুঞ্জনের ঝড়। ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার উড়িষ্যার কোথাও অবতরণ করছে, নিরাপত্তার চাদরে মোড়া এক রহস্যময়ী নারী নামছেন—যার মুখে কালো চশমা, মাথায় ওড়না। দাবিও উঠে, তিনি নাকি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

গুজব ছড়াতে সময় লাগেনি। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে: “শেখ হাসিনা নাকি ভারতের উড়িষ্যায় গোপনে অবস্থান করছেন”, “আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন”— এমনকি নাম আসে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়সহ আরও কয়েকজনের।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগপন্থী প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অনেক ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মেও শুরু হয় গুঞ্জন—তবে কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা?

ভিডিওটির উৎস খুঁজতে নামে রিউমার স্ক্যানার ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকাররা। বিভিন্ন ফ্রেম বিশ্লেষণ করে দেখা যায়—ভিডিওটি আদতে বাংলাদেশের নয়, এমনকি ভারতেরও নয়।

মূল ভিডিওটি ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের এক সফরের। তিনি গিয়েছিলেন মিয়া চারনিউ এলাকায়। ভিডিওতে দেখা যাওয়া অলিম্পিয়ান অ্যাথলেট আরশাদ নাদিম ও নিরাপত্তা বলয়ের পরিচিত মুখ এই সফরেরই প্রমাণ। পাকিস্তানের সংবাদমাধ্যম Shuno News HD ও Express News-এর সংরক্ষণে থাকা ফুটেজে মিল পাওয়া যায় হুবহু দৃশ্যের।

বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক বিভ্রান্তিকর ভিডিও নয়—বরং একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। উদ্দেশ্য, বিদেশে আওয়ামী লীগের সমর্থকদের মাঝে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ নিয়ে আশাবাদ তৈরি করা এবং দলের উপস্থিতি জোরালোভাবে তুলে ধরা।

আসলে, উড়িষ্যার আকাশে যিনি নেমেছিলেন, তিনি শেখ হাসিনা ছিলেন না। ছিল না কোনো গোপন বৈঠক কিংবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক। পাকিস্তানের এক রাজনৈতিক সফরকে বিকৃতভাবে উপস্থাপন করে গুজব ছড়ানো হয়েছিল বাংলাদেশি রাজনীতির প্রেক্ষাপটে।

আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ