ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

এবার রিশাদের দিকে নজর প্রীতি জিনতার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৭ ১০:৩৯:৫৩
এবার রিশাদের দিকে নজর প্রীতি জিনতার

নিজস্ব প্রতিবেদক: আইপিএলে পাঞ্জাব কিংসের ১৮ বছরের পথচলা—তবু এখনো অধরা সেই কাঙ্ক্ষিত শিরোপা। দলবদল, তারকাখচিত স্কোয়াড, বিদেশি শক্তি, আধুনিক কৌশল—সবই ঘুরে গেছে দলটির রোস্টারে। তবুও ট্রফির দেখা মেলেনি। এ অবস্থায় এবার হয়তো একটু ভাগ্যের দিকেও তাকিয়ে আছেন দলের মালিক প্রীতি জিনতা।

এই ভাগ্যের গল্পেই উঠে আসছে একটি নাম—রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার শুধু প্রতিভাবান বোলারই নন, গত কয়েক মাসের পরিসংখ্যান বলছে, তিনি যেন দলের জন্য এক ‘ভাগ্যবান মুখ’।

গত ছয় মাসে চারটি আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন রিশাদ—কখনো মূল একাদশে, কখনো স্কোয়াডে থেকেই। অবাক করা ব্যাপার হলো, তিনি থাকা মানেই যেন ট্রফি জেতা! চারটির চারটিই ট্রফি জিতেছে তার দল:

* রংপুর রাইডার্স: গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন

* হোবার্ট হারিকেন্স: বিগ ব্যাশে স্কোয়াডে ছিলেন, দল জিতেছে প্রথমবারের মতো

* ফরচুন বরিশাল: মাঠে পারফর্ম করে জিতিয়েছেন বিপিএল ট্রফি

* লাহোর কালান্দার্স: পিএসএলে উইকেট শিকার ও শিরোপা জয়

এই সাফল্য নিছক কাকতালীয় বলা যায় না। ম্যাচে সরাসরি অবদান, প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল, এবং দলে আত্মবিশ্বাস ছড়ানোর সক্ষমতায় রিশাদ হয়ে উঠেছেন একরকম ‘চ্যাম্পিয়ন ফর্মুলা’।

যেখানে পাঞ্জাব কিংস বারবার বড় নাম নিয়ে ব্যর্থ হয়েছে, সেখানে এবার কি তারা ভাববে এমন এক ক্রিকেটারকে নিয়ে, যার সঙ্গে বারবার আসে জয়? আইপিএলে এখনও বড় তারকা না হলেও, প্রশ্নটা গুরুত্বপূর্ণ—আপনি কি ট্রফির জন্য নাম কিনবেন, নাকি এমন কাউকে, যার উপস্থিতিই জয় এনে দেয়?

রিশাদকে স্কোয়াডে রাখলে পাঞ্জাব চাইলে তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও কাজে লাগাতে পারে। এমনকি যদি মাঠে সুযোগ না-ও পান, ইতিহাস বলছে—তার উপস্থিতিও ‘ট্রফি মন্ত্র’ হয়ে কাজ করতে পারে।

আইপিএলে কোটি কোটি টাকা খরচ করেও ট্রফি জেতা যায় না—তবে কিছু প্লেয়ারের সঙ্গে জয়ের গল্প যেন আপনাতেই আসে। রিশাদ হোসেন ঠিক সেই বিরলদের একজন হয়ে উঠছেন। এবার সিদ্ধান্ত প্রীতি জিনতার হাতে—তিনি কি কৌশলের বাইরে গিয়েও ভাগ্যকে সুযোগ দেবেন?

শেষ চেষ্টাগুলো অনেক সময়ই একটু ব্যতিক্রমী হয়—এবার সেই ব্যতিক্রম হতে পারেন রিশাদ হোসেন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ