ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

সাগরে তৈরি হচ্ছে ‘শক্তি’, আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৪ ২২:০২:৩৩
সাগরে তৈরি হচ্ছে ‘শক্তি’, আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: মে মাস এলেই উপকূলবাসীর মনে জাগে এক অজানা আতঙ্ক। কারণ এই সময়টাতেই অতীতের ভয়াল ঘূর্ণিঝড়গুলো বারবার তাণ্ডব চালিয়েছে। এবারের মে-ও তার ব্যতিক্রম নয়—বঙ্গোপসাগরে ইতোমধ্যেই একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা দ্রুত শক্তি সঞ্চয় করে ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম হবে ‘শক্তি’—আর নামের মতোই এর শক্তি ভয়ানক হতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ মে-র দিকে এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি ঘূর্ণিঝড় হয়ে উঠবে কি না, তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের মতে, ২৭ তারিখেই পরিষ্কার হয়ে যাবে ‘শক্তি’ আসবে কিনা।

এদিকে, সম্ভাব্য দুর্যোগ ঠেকাতে আগে থেকেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে উপকূলীয় জেলা ভোলা। জেলা প্রশাসন জানিয়েছে, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের সময় মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা।

উল্লেখযোগ্য যে, অতীতে মে মাসেই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলো আঘাত হেনেছিল দেশের উপকূলে। তাই লঘুচাপের খবর শোনামাত্র উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে এক ধরনের উদ্বেগ। যদিও ‘শক্তি’ ঠিক কতটা শক্তিশালী হবে তা এখনই বলা যাচ্ছে না, তবুও প্রস্তুতি আর সতর্কতা যে একান্ত প্রয়োজন—তা বলাই বাহুল্য।

সোহাগ/

ট্যাগ: ঘূর্ণিঝড়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ