ঢাকা, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

অল্পের জন্য রক্ষা: এক শিশুসহ ৭১ যাত্রীর প্রাণ বাঁচালেন পাইলট

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৬ ২৩:৩১:৫৪
অল্পের জন্য রক্ষা: এক শিশুসহ ৭১ যাত্রীর প্রাণ বাঁচালেন পাইলট

নিজস্ব প্রতিবেদক: আকাশে উড্ডয়নের পর বিমানের একটি চাকা খুলে পড়ে গেলেও দারুণ দক্ষতা ও বিচক্ষণতায় বড় দুর্ঘটনা এড়ালেন পাইলট। কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটে থাকা ৭১ জন যাত্রী ও ৪ জন ক্রু—সবাই অক্ষত অবস্থায় ফিরে আসেন।

শুক্রবার দুপুর ১টা ১৭ মিনিটে কক্সবাজার থেকে উড্ডয়ন করে কানাডার তৈরি ড্যাশ-৮ মডেলের ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পেছনের বাম দিকের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিমানের সেন্সরে তা ধরা না পড়লেও কক্সবাজার টাওয়ার বিষয়টি ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদকে জানায়। দ্রুত যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে। নির্দেশ আসে—ফ্লাইটটি ঢাকায় এনে জরুরি অবতরণ করাতে।

ঢাকা পৌঁছার আগে ফ্লাইটটি নিচু উড্ডয়ন করে, যাতে কন্ট্রোল টাওয়ার নিশ্চিত হয় যে বাম পাশের চাকা খুলে গেছে। যাত্রীদের আতঙ্কিত না করে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে বিমানের ভারসাম্য ঠিক রেখে ডানদিকে ওজনের ভারসাম্য দিয়ে বিমানটি অবতরণ করান।দুপুর ২টা ১৭ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কেউ আহত হননি।

ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে একটি তদন্ত টিমের নেতৃত্বে রয়েছেন সংস্থার প্রধান ফ্লাইট সেফটি কর্মকর্তা। ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেও পৃথক তদন্ত চলছে।এছাড়া বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান De Havilland Canada-কে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। তারা নিজস্বভাবে তদন্ত শুরু করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিটি ড্যাশ-৮ বিমান উড্ডয়নের আগে পূর্ণাঙ্গ পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের দ্রুত সিদ্ধান্ত না থাকলে ঘটনা ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হতে পারত।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

জরুরী ভাবে তিন বিভাগে বন্যার শঙ্কা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের তথ্যমতে,... বিস্তারিত