ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

জুলাই থেকে ইন্টারনেট সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৫ ১৭:৩৯:৪৫
জুলাই থেকে ইন্টারনেট সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস

নিজস্ব প্রতিবেদক: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর। আগামী ১ জুলাই থেকে দেশের ইন্টারনেট সেবার মূল্য ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমেদ বলেন, আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) এবং আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে বাজারে ইন্টারনেটের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, এবারের বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হবে “ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন” এই প্রতিপাদ্য নিয়ে। তার মতে, ডিজিটাল খাতে নারীদের অংশগ্রহণ এখনও অনেক কম, তাই এই প্রতিপাদ্যের মাধ্যমে সেই চিত্র বদলাতে চায় সরকার।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। তবে এর খরচ কত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

ফয়েজ আহমেদ আরও বলেন, শুধু আইএসপি ও আইআইজি নয়, দেশের তিনটি প্রধান এন্টিটিএন—বহন, ফাইবার অ্যাট হোম ও সামিট—কোম্পানিও ইন্টারনেট পরিবহন ও গেটওয়ে পর্যায়ে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ফলে গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ইন্টারনেট খরচ কমে আসার সম্ভাবনা রয়েছে।

রাকিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ