সদ্য সংবাদ
৪০ বছরে পা রেখেও রোনালদো অমর, ভক্তদের হৃদয়ছোঁয়া সম্মান

আল-নাসর ভক্তরা দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো-এর প্রতি দারুণ এক শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার বিপক্ষে তারা বিশেষভাবে রোনালদোর নাম উচ্চারণ করে তাকে সম্মান জানায়।
১৯তম রাউন্ডের এই ম্যাচে আল-নাসর ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে আল-ফেইহার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হয় আল-নাসরের ঘরের মাঠ "ফার্স্ট পার্ক" স্টেডিয়ামে। প্রথমার্ধের ৪০তম মিনিটে স্টেডিয়ামের প্রতিটি কোণা থেকে ভক্তরা একসঙ্গে রোনালদোর নাম ধরে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকেন।
এই বিশেষ মুহূর্তটি রোনালদোর ৪০তম জন্মদিন উদযাপনের জন্যই আয়োজন করা হয়েছিল। গত বুধবার, ৫ ফেব্রুয়ারি, পর্তুগিজ কিংবদন্তি তার ৪০ বছর পূর্ণ করেছেন। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে রোনালদো হাততালি দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আল-নাসরের এই জয়ে দলের পারফরম্যান্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সমর্থকদের এমন অনন্য শ্রদ্ধার্ঘ্য ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।