সদ্য সংবাদ
আবারও নিষিদ্ধ পাকিস্তান দল

ফিফা আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)কে নিষিদ্ধ করেছে। ২০১৭ সালের পর এই তৃতীয়বারের মতো পিএফএফকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো। বৃহস্পতিবার রাতে ফিফা এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।
এবারের নিষেধাজ্ঞার পেছনে রয়েছে পিএফএফের সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে ফিফার প্রস্তাবের প্রতি অস্বীকৃতি। ফিফা পিএফএফের গঠনতন্ত্র সংশোধন করতে চেয়েছিল, যার মাধ্যমে পাকিস্তানে ফুটবলের কার্যক্রম সুষ্ঠু এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। তবে পিএফএফ কংগ্রেসের সদস্যরা এই প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র মেনে নেননি। এর পরিপ্রেক্ষিতে ফিফা পিএফএফকে আন্তর্জাতিক ফুটবল কার্যক্রম থেকে পুরোপুরি নিষিদ্ধ করে দেয়।
ফিফার বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, "পাকিস্তান ফুটবল ফেডারেশন সংশোধিত গঠনতন্ত্র গ্রহণে ব্যর্থ হয়েছে, যার ফলে তাদের নিষিদ্ধ করা হয়েছে। এই সংশোধিত গঠনতন্ত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে, যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন এবং পিএফএফের স্বাভাবিককরণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য ছিল।"
ফিফা আরও জানায়, যদি পিএফএফ কংগ্রেস ফিফার প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন করে, তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পিএফএফ তার সংশোধনী গ্রহণ না করবে, ততদিন পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না এবং ফিফা কোনো ধরনের সহায়তাও প্রদান করবে না।
পিএফএফের স্বাভাবিককরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, "ফিফা আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ করতে আমাদের সংবিধানে কিছু পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু পিএফএফ কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা এই প্রস্তাবে সম্মত হয়নি।"
এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের ফুটবল দল আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করতে পারবে না, ফলে ফুটবলের বিকাশে বড় ধরনের বাধা সৃষ্টি হবে।