ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ক্রিকেট ইতিহাস পাল্টে দিয়ে সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন আয়ুশ মহাত্রে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জানুয়ারি ০১ ১০:১০:১১
ক্রিকেট ইতিহাস পাল্টে দিয়ে সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন আয়ুশ মহাত্রে

ভারতীয় ক্রিকেটে নতুন তারকার আবির্ভাব। মুম্বাইয়ের তরুণ ব্যাটসম্যান আয়ুশ মহাত্রে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েছেন। ১৭ বছর ১৬৮ দিনের আয়ুশ নাগাল্যান্ডের বিপক্ষে ১১৭ বলে ১৮১ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।

তার ব্যাট থেকে আসে ১৫টি চারের সঙ্গে ১১টি ছক্কা। এই রেকর্ড ভেঙে আয়ুশ নিজের নাম লেখালেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে। এর আগে এই কীর্তি ছিল আরেক ভারতীয় তারকা যশস্বী জয়সওয়ালের, যিনি ২০১৯ সালে মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ পেরোনো ইনিংস খেলেছিলেন।

মুম্বাই বনাম নাগাল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই তোলে ৭ উইকেটে ৪০৩ রানের বিশাল স্কোর। দলের প্রধান ভরসা ছিলেন আয়ুশ মহাত্রে। ইনিংসের শুরু থেকেই তার ব্যাটে ঝড় ওঠে। আর ইনিংসের শেষ দিকে অধিনায়ক শার্দুল ঠাকুর ২৮ বলে অপরাজিত ৭৩ রান করে দলের রান পাহাড়ে পরিণত করেন।

৪০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড পুরোপুরি ধসে পড়ে। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ২১৪ রান। বড় জয় পায় মুম্বাই, কিন্তু ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল আয়ুশের দুর্দান্ত ইনিংস।

যশস্বী জয়সওয়াল লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১৯ সালে ১৭ বছর ২৯১ দিন বয়সে ১৫০ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এই তালিকায় আরও আছেন রবিন উথাপ্পা, যিনি ১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে একই অর্জন করেছিলেন। এবার আয়ুশ তাদের পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এলেন।

চলতি মৌসুমেই রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুশ মহাত্রের। সেখানে তার পারফরম্যান্স ছিল দারুণ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি) নজর কাড়ার পর এবার বিজয় হাজারে ট্রফিতে রেকর্ডগড়া ইনিংস খেলে তিনি প্রমাণ করলেন, তিনি ভবিষ্যতের তারকা হতে চলেছেন।

এই রেকর্ড শুধু আয়ুশের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও গর্বের। ১৭ বছর বয়সেই তিনি দেখিয়ে দিয়েছেন তার সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, তার এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে শিগগির আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে দেবে।

আয়ুশ মহাত্রে আজ শুধু একটি রেকর্ড ভাঙেননি, নিজের নামও স্থায়ীভাবে ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ