সদ্য সংবাদ
চরম দু:সংবাদ: মারা গেলেন তিশা

মাদারীপুরের রাজৈর উপজেলার স্লুইসগেট নয়াকান্দি গ্রামে নিজ ঘর থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তিশা আক্তার (১১) নামের এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিশার মা শাহিনুর বেগম ছোট মেয়েকে নিয়ে বাড়ির বাইরে গেলে তিশা একাই ঘরে ছিল। রাতে ফিরে আসার পর তিনি ঘরের গেট বন্ধ এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। অনেক খোঁজাখুঁজির পর সুকেজের পাশে তিশাকে মুখে গামছা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তিশাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিশার মা বলেন, "আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি এ নির্মম ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।"
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তিশার মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিশার অকাল মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।