ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

২টি পরিবর্তন নিয়ে বিশাল চমক দিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ২৬ ২১:৩৭:৩১
২টি পরিবর্তন নিয়ে বিশাল চমক দিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আসন্ন এই বৈশ্বিক আসরে দলের নেতৃত্বে থাকবেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সুমাইয়া আক্তার।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলা স্কোয়াডের সঙ্গে তুলনা করলে বিশ্বকাপ দলে বড় কোনো পরিবর্তন হয়নি। মাত্র দুটি পরিবর্তন এসেছে। মাহারুন নেছা ও আরভিন তানি বাদ পড়েছেন, তাদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে লাকি খাতুন এবং সাদিয়া ইসলামকে।

বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি, আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মালয়েশিয়ায় আয়োজিত এই আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরের বায়োমাস ক্রিকেট ওভালে। মোট ১৬টি দল নিয়ে হবে এই প্রতিযোগিতা, যা তরুণ নারী ক্রিকেটারদের জন্য বড় একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

সম্প্রতি এশিয়া কাপে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে সেই অভিজ্ঞতা তাদের জন্য কাজে আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। দলের অধিনায়ক সুমাইয়া আক্তারসহ একাধিক তরুণ প্রতিভা রয়েছেন, যারা ব্যাটিং ও বোলিংয়ে ইতিবাচক পারফরম্যান্স দেখাতে সক্ষম।

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রতিভা তুলে ধরে দেশকে গর্বিত করবে—এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা। দলের সফলতা নির্ভর করবে তাদের ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার ওপর। দেশবাসী সুমাইয়ার নেতৃত্বে এই দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ