সদ্য সংবাদ
নতুন আলোচনার জন্ম: সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে অজ্ঞাত ব্যক্তিরা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে রেখে গেছে। এই হুমকিমূলক বার্তা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দেখতে পান সায়েম ও তার পরিবার। ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আহসান হাবিব আবু সায়েম সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক। পাশাপাশি, তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। নিজের বাড়ির দেয়ালে এমন লেখা দেখে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।
সায়েম বলেন, “এটি শুধু আমার নয়, আমার পরিবারের সবার নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। কে বা কারা এই বার্তা লিখেছে, সে সম্পর্কে কিছু বুঝতে পারছি না। তবে এমন একটি হুমকি আমাদের ভয় ধরিয়ে দিয়েছে।”
এ ঘটনায় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য থানার একাধিক টিম কাজ শুরু করেছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সায়েমের পরিবার ইতিমধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত এই ঘটনার সুরাহা হবে এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।