ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: গোপালগঞ্জে দীর্ঘদিন পর আবারও শুরু...

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৪ ১৪:৩০:৩৩
ব্রেকিং নিউজ: গোপালগঞ্জে দীর্ঘদিন পর আবারও শুরু...

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের গেটপাড়া এলাকায় একটি টিনের ঘরে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন এবং খায়রুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তার বক্তব্যে বলেন, “বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস স্থাপন সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে আজ এই অফিসের উদ্বোধন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এই লিফলেটের মাধ্যমে দলীয় লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘদিন পর নতুন করে দলীয় কার্যক্রম শুরুর এই উদ্যোগকে তারা স্বাগত জানান।

গোপালগঞ্জ জেলা বিএনপির এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ