সদ্য সংবাদ
৩২১ রান করেও ম্যাচ হারলো বাংলাদেশ রাগে ক্ষেভে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক মিরাজ

সারা বছরজুড়ে সংগ্রাম করা বাংলাদেশ দলের ভাগ্য বদলালো না বছরের শেষ ওয়ানডে ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২১ রানের বড় স্কোর দাঁড় করালেও ২৪ বল হাতে রেখে ৪ উইকেটে হেরে যায় টাইগাররা। এর ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ম্যাচের শুরুতে ব্যাট হাতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। সৌম্য সরকার ৭৩, মেহেদী হাসান মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৮৪ এবং জাকের আলী অপরাজিত ৬২ রান করেন। তাদের এই অসাধারণ ব্যাটিংয়ে দল পায় ৩২১ রানের লড়াই করার মতো পুঁজি।
তবে বোলিংয়ে সেই প্রতিভার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় টাইগাররা। শুরুতে ক্যারিবিয়ান টপ অর্ডারকে দ্রুত ফেরানোর পর (৩১ রানে ৩ উইকেট), মাঝের ওভারে উইকেট শিকারের অভাবে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে মূল নায়ক ছিলেন অভিষিক্ত আমির জাঙ্গু। ক্যারিয়ারের প্রথম ম্যাচেই ৮৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। তার সঙ্গে কেসি কার্টি ৯৫ রানের কার্যকরী ইনিংস খেলে বড় জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। শেষদিকে গুদাকেশ মোতির ৩১ বলে অপরাজিত ৪৪ রানের ক্যামিও ছিল বাংলাদেশের পরাজয়ের কফিনে শেষ পেরেক।
ম্যাচ শেষে হতাশ মেহেদী হাসান মিরাজ বলেন, 'আমাদের ব্যাটাররা দারুণ করেছে। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ খুব ভালো খেলেছে। কিন্তু মাঝের ওভারে আমরা উইকেট নিতে পারিনি। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল।'
এই হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। বছরের শেষ ওয়ানডেতে এমন পারফরম্যান্স দলের জন্য হতাশাজনক। নতুন বছরে বাংলাদেশ দলের জন্য আরও কার্যকর পরিকল্পনা এবং সঠিক প্রয়োগের বিকল্প নেই।
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (সৌম্য ৭৩, মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ ৮৪*, জাকের ৬২*; আলজারি ২/৪৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৪৬ ওভারে ৩২৫/৬ (কার্টি ৯৫, জাঙ্গু ১০৪*, মোতি ৪৪*; রিশাদ ২/৬৯)