ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

brazil u17 vs portugal u17 খেলা শেষ দেখুন ফলাফল

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ নভেম্বর ২৫ ০০:০৯:০৭
brazil u17 vs portugal u17 খেলা শেষ দেখুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি পরিণত হয় দারুণ উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে, যেখানে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টিতে ৬-৫ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল।


উত্তেজনাপূর্ণ সূচনা, প্রথমার্ধ গোলশূন্য

দোহার মাঠে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে ব্যস্ত হয়ে ওঠে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়—কিন্তু কেউই জালের দেখা পায়নি। ২৫তম মিনিটে পর্তুগাল পেনাল্টির দাবি করলেও VAR দেখার পর রেফারি কোনো হ্যান্ডবল দেখেননি। তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করে প্রথমার্ধ শেষ হয় ০-০ অবস্থায়।


দ্বিতীয়ার্ধে উত্তেজনা, কিন্তু নেই কোনো গোল

দ্বিতীয়ার্ধের শুরুতেই লুইস পাচেকোর ফাউলের ঘটনায় VAR চেক হয় এবং শেষ পর্যন্ত তিনি পান হলুদ কার্ড। খেলার গতি বাড়লেও সুযোগ নষ্টের মিছিলে এগোয় দুই দল। সময়ের সাথে উত্তেজনা বাড়তে থাকে—৯০ মিনিট শেষে যোগ হয় ছয় মিনিট অতিরিক্ত সময়। কিন্তু তাতেও গোল আসে না, ফলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে (এই টুর্নামেন্টে অতিরিক্ত সময় নেই)।


টাইব্রেকারে রোমাঞ্চ—প্রথম পাঁচ শটে গোল

টাইব্রেকারে প্রথম শটেই পর্তুগালকে এগিয়ে নেন টোমাস সোয়ারেস। এরপর ব্রাজিলও সমতায় ফিরিয়ে আনে। ধারাবাহিক উত্তেজনায় প্রথম পাঁচটি শটই লক্ষ্যভেদ করে। মার্টিন চেলমিক পর্তুগালকে এগিয়ে দেন, ব্রাজিলের ডেল আবার সমতা আনে। পরে টিয়াগো ও সান্তিয়াগো ভার্দির দারুণ শটে স্কোরলাইন দাঁড়ায় ৬-৫।


শেষ পর্যন্ত পর্তুগালের জয়, ফাইনালে অস্ট্রিয়ার প্রতিপক্ষ

সব শটের পর ৬-৫ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-০ গোলে হারিয়ে আগেই ফাইনালে উঠে যায় অস্ট্রিয়া। এখন রোমাঞ্চকর ফাইনালে অস্ট্রিয়া ও পর্তুগালের লড়াই দেখবে ফুটবলপ্রেমীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ