ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

শ্রেয়াস আইয়ার আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে, কী অবস্থা এখন ভারতীয় ব্যাটারের?

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ অক্টোবর ২৯ ০৩:০৭:১৪
শ্রেয়াস আইয়ার আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে, কী অবস্থা এখন ভারতীয় ব্যাটারের?

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। পাঁজরের বাঁদিকে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে।
এ অবস্থায় তাকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

দুই দিনের নিবিড় চিকিৎসার পর এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তার এই স্থিতিশীলতার খবর সতীর্থ, টিম ম্যানেজমেন্ট এবং কোটি কোটি ক্রিকেটভক্তদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তবে চিকিৎসকদের মতে, সম্পূর্ণভাবে ফিট হয়ে মাঠে ফিরতে তার আরও কিছু সময় লাগবে।


সূর্যকুমার যাদবের ভাষায় আইয়ারের স্বাস্থ্য আপডেট

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আঘাতের খবর পাওয়ার পর তারা তৎক্ষণাৎ আইয়ারের সঙ্গে যোগাযোগ করেন। পরে দলের ফিজিও কমলেশ জেইনের কাছ থেকে নিশ্চিত হন যে, আইয়ারের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত।

সূর্যকুমার বলেন,

“আইয়ার এখন ভালো আছেন এবং নিয়মিত মেসেজের জবাব দিচ্ছেন। আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরই প্রমাণ করে, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

তিনি আরও জানান, মাঠে ফিল্ডিং করার সময় আঘাতটি প্রথমে সামান্য মনে হলেও ড্রেসিংরুমে ফিরেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। এরপরই দলের চিকিৎসক ও ফিজিও দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।


বিরল প্রতিভা, বিরল চোট

হাস্যরসের ছলে সূর্যকুমার বলেন,

“চিকিৎসক ও ফিজিওরা বলছেন, এমন ইনজুরি অত্যন্ত বিরল। তবে শ্রেয়াসের মতো প্রতিভাবান খেলোয়াড়ের ক্ষেত্রে এমন বিরল কিছু ঘটতেই পারে।”

তিনি আরও যোগ করেন, বিসিসিআই আইয়ারের পাশে আছে এবং টিম ম্যানেজমেন্ট চায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে দেশে ফিরতে পারেন।


সিরিজের প্রেক্ষাপট

উল্লেখ্য, আইয়ার যে ম্যাচে আহত হন, সেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত স্বাগতিক অস্ট্রেলিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করে নয় উইকেট হাতে রেখে জয়লাভ করে

আইয়ারের অনুপস্থিতিতে ভারত আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ