ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এবার পরমাণু নিয়ে বড় ঘোষণা ইরানের

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ২৪ ২০:৩৬:৩৮
এবার পরমাণু নিয়ে বড় ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও নিজের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং এরইমধ্যে পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালিয়েছে। যদিও উভয় দেশ দাবি করেছে, তারা ইরানের পরমাণু কর্মসূচি 'ধ্বংস' করেছে, তবু ইরান বলছে—তারা নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

মোহাম্মদ ইসলামি বলেন, ইরান জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এবং উৎপাদন ও সেবাদানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই পরিকল্পনা করা হয়েছে।

হামলার ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ না পেলেও, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জানিয়েছেন—দেশটির কাছে এখনো পরিশোধিত ইউরেনিয়ামের মজুত রয়েছে এবং "খেলা এখনও শেষ হয়নি।"

অন্যদিকে, ইসরায়েল ফের ফোরদোতে বিমান হামলার দাবি করেছে। তবে যুদ্ধবিরতির পথে কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মতি দিয়েছে, ইরানও তাতে রাজি হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

এদিকে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ মন্তব্য করেছেন—ইরানকে তার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি 'শূন্য' থেকে শুরু করতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ