সদ্য সংবাদ
ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের সংঘাত আর প্রতিশোধের ধারাবাহিকতায়, শুক্রবার গভীর রাতে ইরান সরাসরি ইসরায়েলের উপর তিন ধাপে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের ছোড়া কিছু মিসাইল ইসরায়েলের বাণিজ্যিক শহর তেলআবিবে সরাসরি আঘাত হানে। স্থানীয় হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তি একজন নারী, যিনি মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর, বাকিরা আশঙ্কামুক্ত।
হামলার প্রথম দুই দফায় আহত হন অন্তত ৪১ জন, আর তৃতীয় দফায় আরও সাতজন আহত হন। ইরান এই হামলায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এক সূত্র দাবি করেছে, ইরানে ছোড়া কিছু মিসাইল ইসরায়েলে পৌঁছানোর আগেই তারা গুলি করে নামিয়ে দিয়েছে।
ইরানের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, কেউ এই হামলা প্রতিরোধের চেষ্টা করলে, ইরান তাদের সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে টার্গেট করে পাল্টা আক্রমণ চালাবে। এ ধরনের হুঁশিয়ারির কারণে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় শনিবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওই এলাকায় দুটি মিসাইল বা ড্রোন আঘাত হানে, যার ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান এই হামলা-পাল্টা হামলা এক ভয়ংকর যুদ্ধপর্যায়ে প্রবেশ করতে পারে। যার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
– সোহাগ/