ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মাত্র ২০০ টাকায় স্টারলিংক ইন্টারনেট—বাস্তবতা না গুজব

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৫ ১১:৫৪:১২
মাত্র ২০০ টাকায় স্টারলিংক ইন্টারনেট—বাস্তবতা না গুজব

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ দাবি—মাত্র ২০০ টাকায় এখন বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। এমনকি বলা হচ্ছে, রিকশাওয়ালারাও এই সেবার আওতায় আসছেন। কেউ কেউ একে রীতিমতো বিপ্লব বলে মনে করলেও, অনেকেই বিষয়টিকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য হিসেবে দেখছেন। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন, যার পেছনে রয়েছে প্রযুক্তিনির্ভর কিছু যুক্তি ও বাস্তব সীমাবদ্ধতা।

বর্তমানে বাংলাদেশে স্টারলিংকের ‘রেসিডেনশিয়াল’ প্যাকেজ চালু রয়েছে। এতে ইন্টারনেট ব্যবহার শুরু করতে এককালীন খরচ প্রায় ৪৭ হাজার টাকা—যার মধ্যে রয়েছে রাউটার, সংযোগ কিট ও আনুষঙ্গিক সরঞ্জাম। এরপর মাসিক খরচ প্রায় ৪,২০০ টাকা।

এই খরচ সাধারণ ব্যবহারকারীর জন্য বেশি হলেও, কিছু প্রযুক্তিপ্রেমী তরুণ বিকল্প চিন্তার পথ দেখাচ্ছেন। স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, একটি রাউটারে সর্বোচ্চ ২৩৫টি ডিভাইস সংযুক্ত করা যায় এবং কভারেজ ৩২০০ স্কয়ার ফিট পর্যন্ত বিস্তৃত। এই তথ্যকে ভিত্তি করে বলা হচ্ছে—যদি কোনো বাজার বা এলাকায় ২০-২৫টি দোকান মিলে একটি রাউটার কিনে নেয়, তাহলে তারা মাসিক খরচ ভাগাভাগি করে প্রতি দোকানের খরচ ২০০ টাকায় নামিয়ে আনতে পারে।

তবে এই ধারণা বাস্তবায়নে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। যেমন, একসঙ্গে অনেক ডিভাইস সংযুক্ত হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাছাড়া, দেয়াল বা বাধা থাকলে রাউটারের সংকেত সবার কাছে সমানভাবে পৌঁছায় না। অর্থাৎ, সবাই একই মানের ইন্টারনেট পাবে—এমন নিশ্চয়তা নেই।

উল্লেখযোগ্য বিষয় হলো, স্টারলিংকের এই প্যাকেজ মূলত আবাসিক ব্যবহারের জন্য তৈরি, যেখানে ১০-১৫টি ডিভাইসে হালকা ব্রাউজিং বা স্ট্রিমিংয়ের জন্য ভালো গতি পাওয়া যায়। এর বাইরে বড় পরিসরে ব্যবহার করলে সেবা সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

তবে ইতিবাচক দিক হলো, স্টারলিংক প্রথম ৩০ দিনের মধ্যে সন্তুষ্ট না হলে পুরো টাকা ফেরতের সুযোগ দিচ্ছে। ফলে কেউ চাইলে পরীক্ষামূলকভাবে উদ্যোগ নিতে পারেন।

সবশেষে বলা যায়, ২০০ টাকায় স্টারলিংক ইন্টারনেট পাওয়ার ভাবনাটি একেবারে অমূলক নয়। তবে এটি গুজবও নয়, আবার সাধারণ বাস্তবতাও নয়। বিশেষ পরিস্থিতি ও সমন্বয়ের মাধ্যমে সীমিত পরিসরে এটি কার্যকর হতে পারে। তাই এ বিষয়ে অতিরিক্ত আশাবাদ না হয়ে, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ