ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

যুদ্ধের কঠোর প্রস্তুতি ভারতের, ব্ল্যাকআউট ক্যান্টনমেন্ট এলাকা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ০৫ ২২:৫৭:৩২
যুদ্ধের কঠোর প্রস্তুতি ভারতের, ব্ল্যাকআউট ক্যান্টনমেন্ট এলাকা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় তিন সেনা সদস্য নিহত হওয়ার পর নতুন করে চরম উত্তেজনার মুখে ভারত। এই হামলার জের ধরে সীমান্তজুড়ে বাড়তে থাকে উদ্বেগ, আর সেই প্রেক্ষিতেই ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া।

সম্প্রতি পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় রাত ৯টার পর আচমকাই সব আলো নিভিয়ে দেওয়া হয়। সাইরেন বাজিয়ে শুরু হয় সামরিক মহড়া। পুরো এলাকা ডুবে যায় গভীর অন্ধকারে। স্থানীয় সূত্র বলছে, এটি ছিল যুদ্ধের আগমুহূর্তে নেওয়া প্রস্তুতিরই একটি অনুশীলন। *ইন্ডিয়া টুডে*-র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা, পাল্টাপাল্টি হুমকি ও অতিরিক্ত সেনা মোতায়েনের কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ব্ল্যাকআউট মহড়ার মতো পদক্ষেপ যুদ্ধের সম্ভাবনাকে আরও জোরালো করছে। আগের যুদ্ধের অভিজ্ঞতা থাকা অনেকেই বলছেন, এই ধরনের প্রস্তুতি দেখা মানেই বড় ধরনের সংঘাতের ইঙ্গিত। অন্যদিকে সীমান্ত এলাকার ব্যবসায়ীরা জানাচ্ছেন, পেহেলগাম হামলার পর থেকেই তাদের ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে। বিনিয়োগকারীরাও নিরাপত্তাজনিত কারণে পিছু হটছেন।

পরিস্থিতির দ্রুত অবনতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তাব্যবস্থায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

–সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ