ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তাজমহলের মালিকানা দাবি ভারতজুড়ে চাঞ্চল্য

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১২ ১১:১৩:১৯
তাজমহলের মালিকানা দাবি ভারতজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসার প্রতীক হিসেবে খ্যাত ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল-এর মালিকানা দাবি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি। নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবি করে এই ব্যক্তি বলছেন—তাজমহল মূলত তাদের পারিবারিক সম্পত্তি।

দাবিকারীর নাম প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি। নামের আগে ‘প্রিন্স’ উপাধি ব্যবহার করে আসা ইয়াকুব দাবি করেছেন, তাজমহলের উপর তাদের পারিবারিক অধিকার রয়েছে এবং তার সেই দাবি প্রমাণে তিনি ডিএনএ রিপোর্ট সহ একাধিক দলিল আদালতে দাখিল করেছেন।

প্রিন্স ইয়াকুব দীর্ঘদিন ধরেই নিজেকে মুঘল বংশধর হিসেবে পরিচয় দিয়ে আসছেন। শুধু কথায় নয়, তার পোশাক-পরিচ্ছদ, জীবনধারা ও কর্মকাণ্ডেও সেই ‘রাজকীয়তার’ ছাপ স্পষ্ট। দেশের বিভিন্ন জায়গায় তিনি মুঘল সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়ে থাকেন, মুঘল ঐতিহ্য রক্ষার দাবিও তুলেছেন বহুবার।

তাজমহল নিয়ে এমন দাবি অবশ্য একেবারে নতুন নয়। তবে ইয়াকুব যখন নিজেকে মুঘল সম্রাটের উত্তরসূরি হিসেবে পরিচয় দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন, তখন তা শুধু হাস্যরস নয়—পরিণত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা ও বিতর্কে। তিনি সম্প্রতি ভারতীয় আদালতে আবেদন করেছেন যাতে তাজমহলের মালিকানা তাদের পরিবারের নামে হস্তান্তর করা হয়।

এটাই প্রথমবার নয়, এর আগেও বাবরি মসজিদের জমির মালিকানা দাবি করে বিতর্কে জড়িয়েছিলেন প্রিন্স ইয়াকুব। পরে অবশ্য তিনি রাম মন্দির নির্মাণে সমর্থন জানিয়ে সেখানে সোনার ‘শ্রী রাম’ মূর্তি উপহার দেন, যা নিয়েও কম আলোচনা হয়নি।

বর্তমানে তিনি নিজেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধির মুতাওয়াল্লি (দায়িত্বপ্রাপ্ত) বলেও দাবি করেছেন।

তাজমহলের মতো বিশ্ব ঐতিহ্যের স্থাপনা নিয়ে এমন ব্যক্তিগত মালিকানা দাবি ভারতজুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে অসার দাবি বলে উড়িয়ে দিচ্ছেন, কেউ আবার বলছেন—আইনি দিক বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা উচিত।

ইতিহাসবিদ ও সাধারণ জনগণের একাংশ বিষয়টিকে নিছক প্রচারণার কৌশল মনে করলেও, কেউ কেউ এটিকে আদালতে প্রমাণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তাজমহল শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ভালোবাসার এক চিরন্তন প্রতীক। এমন একটি স্থাপনার মালিকানা নিয়ে আদালতে মামলা শুধু ইতিহাস নয়, সমাজ ও রাজনীতিকেও নাড়া দিয়ে গেছে।

এই দাবি শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা এখন দেখার বিষয়।

সোহাগ/

ট্যাগ: তাজমহল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ