সদ্য সংবাদ
ইদের কেনাকাটা শেষে ফেরার পথে সন্তানসহ ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে, উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের রাব্বি প্রামাণিক (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭) এবং তাদের দুই বছরের ছেলে মুস্তাকিম। এছাড়া, দুর্ঘটনায় নিহত অন্য দুইজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম এবং ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, রাব্বি প্রামাণিক তার পরিবারসহ ঈদের কেনাকাটা করতে ঈশ্বরদী বাজারে এসেছিলেন। কেনাকাটা শেষে তারা সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে, নাটোর-বগুড়া সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রাব্বি, মুক্তা ও তাদের ছেলে মুস্তাকিমের মৃত্যু হয়।
পরে, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আরও একজনের মৃত্যু হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে, মো. ত্বোহা, ফরিদা বেগম এবং আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী বাঘা উপজেলার কাছে পৌঁছানোর পর সিএনজি চালক মো. ত্বোহা মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, নিহত চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত মো. মোস্তফা (২৫), ফরিদা (৫০) ও মো. ত্বোহাকে (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে।
রানা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা
- নবম পে-স্কেল: সবশেষ যে ইঙ্গিত দিল অর্থ মন্ত্রণালয়
- বাংলাদেশকে না বলল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সুইজারল্যান্ড-জানুন কারণ