ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, শুরুতেই গোল-দেখুন সরাসরি LIVE

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৮ ২০:৪০:৪৮
বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, শুরুতেই গোল-দেখুন সরাসরি LIVE

হাসান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা! ল্যাটিন বাংলা সুপার কাপের (LBSC) আজকের ম্যাচে বাংলাদেশের (ফিউচার স্টার একাদশ) বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিকো চালোন এফসি। খেলার ফল এখন ১-১ গোলে সমতা।

সমতা এলো যে ক্ষণে

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় অতিথি দলটি। বাংলাদেশের রক্ষণভাগকে টানা চাপে রেখে তারা গোলের সুযোগ খুঁজতে থাকে। অবশেষে, ম্যাচের ৫০তম মিনিটে সেই আকাঙ্ক্ষিত গোলটি আসে।

ডান প্রান্ত থেকে এক নিখুঁত ক্রস বক্সে ফেললে সুযোগ হাতছাড়া করেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড পেদ্রো আলভারেজ (কাল্পনিক নাম)। তাঁর দুরন্ত প্লেসিং শট বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এই গোলে স্টেডিয়ামের নীরব কোণগুলোও মুহূর্তে সরব হয়ে ওঠে।

টান টান উত্তেজনায় শেষ মুহূর্ত

সমতা ফেরার পর ম্যাচের গতি আরও বেড়েছে। এখন আর কোনো দলই রক্ষণাত্মক নয়। দুই পক্ষই মরিয়া হয়ে উঠেছে জয়সূচক গোলটি তুলে নিতে। খেলার শেষ হতে অল্প কয়েক মিনিট বাকি। দর্শক ও খেলোয়াড় সকলের মধ্যেই এখন চূড়ান্ত উত্তেজনা। অতিরিক্ত সময়ের সম্ভাবনা এড়াতে উভয় দলই চাইছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের নিষ্পত্তি এই মুহূর্তেই ঘটাতে।

সরাসরি দেখতে এখানেclickকরুন।

ট্যাগ: Football Live Stream বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বাংলাদেশ ফুটবল লাইভ বাংলাদেশ ফুটবল ম্যাচ ফুটবল লাইভ স্ট্রিম Bangladesh vs Argentina Bangladesh Football News Bangladesh vs Argentina Live Latin Bangla Super Cup Youth Football Tournament ল্যাটিন বাংলা সুপার কাপ National Stadium Dhaka ফিউচার স্টার বাংলাদেশ অ্যাথলেটিকো চার্লোন Future Star Bangladesh Atletico Charlone Bangladesh football match যুব ফুটবল টুর্নামেন্ট আজকের খেলার সময়সূচি sports news bangladesh বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ফুটবল football live streaming Bangladesh Bangladesh football match today বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচ সময় জাতীয় স্টেডিয়াম ঢাকা ম্যাচ Dhaka national stadium match today football match Bangladesh BD football update live football BD বাংলাদেশ ব্রাজিল ফুটবল Bangladesh vs Brazil match results ঢাকা সুপার কাপ আর্জেন্টিনা ফুটবল ক্লাব জাতীয় স্টেডিয়াম ঢাকা স্পোর্টস আওয়ার ২৪ ঢাকার ফুটবল খেলা বাংলাদেশ ফুটবল খবর লাইভ ফুটবল দেখুন বাংলাদেশ ফুটবল দল Dhaka Super Cup Argentina football club SportsHour24 live Dhaka football match watch live football Bangladesh football team

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ