ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

১ যুগ পর থামল ভারতের জয়যাত্রা, জুটল লজ্জার যত রেকর্ড

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ২৬ ১৭:৫৩:০১
১ যুগ পর থামল ভারতের জয়যাত্রা, জুটল লজ্জার যত রেকর্ড

ভারতের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো রোহিত শর্মারা শুধু তার জলন্ত স্বাক্ষী হলো পুনে ক্রিকেট স্টেডিয়াম। ১২ বছর, ১৮টি সিরিজ আর ৫৪ ম্যাচের দীর্ঘ ধারাবাহিকতার পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে গিয়ে ভারতের সেই দাপুটে টেস্ট দলের পথচলার ইতি ঘটল। উড়তে থাকা ভারতকে নিচে নামিয়ে দিল নিউজিল্যান্ড।

খুব কম দলই ঘরের মাটিতে তাদের ধবলধোলাই করতে কম পেরেছে। ভারতের জন্য ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার ঘটনা অত্যন্ত বিরল। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৪ সালে অস্ট্রেলিয়া এবং ২০১২ সালে ইংল্যান্ডের পর, ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখল ভারতীয় টেস্ট দল। এই পরাজয়ের মাধ্যমে, রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলি এবং কপিল দেবের সঙ্গে ভারতের হয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছেন।

রবীন্দ্র জাদেজা যখন টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে শেষ উইকেট হারালেন, তখনই সমাপ্তি হলো ভারতের এই ধারাবাহিকতার। দীর্ঘ এক যুগ ধরে ঘরের মাঠে অপরাজিত থাকলেও, পুনের এই পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য একটি দারুণ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হবে।

ঘরের মাঠে দুর্বল হচ্ছে ভারতের টেস্ট দুর্গ!

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ হার (চলতি শতাব্দী)রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার সৌরভ গাঙ্গুলি - ২১ টেস্টে ৩ হার মহেন্দ্র সিং ধোনি - ৩০ ম্যাচে ৩ হার

এমনকি ঘরের মাঠে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকাতেও দুইয়ে চলে এসেছেন রোহিত। মোহাম্মদ আজহারউদ্দিন এবং কপিল দেবের সঙ্গে এই রেকর্ড ভাগ করছেন তিনি। তবে বাকি দুজনের তুলনায় রোহিত খেলছেন কম ম্যাচ।

অধিনায়কদের মধ্যে ভারতের হয়ে সবচেয়ে বেশি হার (হোম ম্যাচ)মানসুর আলী পাতৌদি - ২৭ ম্যাচে ৯ হার রোহিত শর্মা - ১৫ ম্যাচে ৪ হার কপিল দেব - ২০ ম্যাচে ৪ হার মোহাম্মদ আজহারউদ্দিন - ২০ ম্যাচে ৪ হার

এই হারের পর গেল দেড় বছরের হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারও দেখে ফেলেছে ভারত। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ৩ হার ছাপিয়ে এখন বাংলাদেশের সমান ৪ টেস্টে হার ভারতের।

২০২৩ সাল থেকে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারভারত - ৪ হারবাংলাদেশ - ৪ হারপাকিস্তান - ৩ হারইংল্যান্ড - ৩ হারনিউজিল্যান্ড - ৩ হার

ব্যক্তিগতভাবে রোহিত শর্মাও খুব একটা ভাল অবস্থানে নেই। চলতি বছর টেস্টে ৭ বার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি। এই তালিকায় ভারতীয় দলে তার চেয়ে বেশি আউট হয়েছেন কেবল দুজন। একজন মোহাম্মদ সিরাজ (৮ বার), অন্যজন জাসপ্রিত বুমরাহ (১০ বার)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে