ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিমানবন্দরে মাদ’কসহ আটক জনপ্রিয় অভিনেতা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১৮:৪২:০৩
বিমানবন্দরে মাদ’কসহ আটক জনপ্রিয় অভিনেতা

হাসান: মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার জেরেমি ও. হ্যারিসকে মাদকসহ আটক করেছে জাপানের শুল্ক কর্তৃপক্ষ। গত ১৬ নভেম্বর নাহা আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে পৌঁছানোর পর তার লাগেজে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হলে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ওকিনাওয়া আঞ্চলিক শুল্ক দপ্তর।

রয়টার্সের বরাতে জানা গেছে, জাপানি কাস্টমস কর্মকর্তারা হ্যারিসের ব্যাগ থেকে এক গ্রামেরও কম পরিমাণ এমডিএমএ মাদক পেয়েছেন। ৩৬ বছর বয়সী এই অভিনেতা প্রায় তিন সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক বহনের অভিযোগ আনা হয়েছে।

ব্যক্তিগত কাজে যুক্তরাজ্য থেকে রওনা হয়ে তাইওয়ানে ট্রানজিট নিয়ে তিনি জাপানে প্রবেশ করছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টমিগুসুকু থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর থেকে হ্যারিসকে হেফাজতে রাখা হয়েছে। তবে তিনি অভিযোগ স্বীকার করেছেন কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। গত বৃহস্পতিবার শুল্ক বিভাগ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে।

উন্নত দেশের মধ্যে জাপান মাদকবিরোধী আইন প্রয়োগে সবচেয়ে কঠোর হিসেবে পরিচিত। সামান্য পরিমাণ মাদক বহন বা পাচারেও সেখানে দীর্ঘ মেয়াদি কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। অতীতে বহু বিদেশিকেও এই জিরো-টলারেন্স নীতির কারণে শাস্তি ভোগ করতে হয়েছে।

২০১৮ সালে আলোচিত নাটক ‘স্লেভ প্লে’ দিয়ে ব্যাপক পরিচিতি পান জেরেমি ও. হ্যারিস, যা টনি অ্যাওয়ার্ডে সেরা নাটক বিভাগে মনোনীত হয়েছিল। পাশাপাশি তিনি এইচবিও-এর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’রও প্রযোজক। অভিনয় করেছেন ‘গসিপ গার্ল’ ও ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোস’-এর মতো সিরিজেও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ