ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসান সরকার

রিপোর্টার

ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়-প্রতিপক্ষ কারা

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ০৭ ১২:২৭:২৩
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়-প্রতিপক্ষ কারা

হাসান: কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে ফুটবলের মুকুট ফিরিয়ে এনেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ঘিরে সেই আনন্দআজও অমলিন। এবার ২০২৬ বিশ্বকাপেও তাদের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে, আর ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসিদের নতুন যাত্রা দেখার জন্য। এদিকে ফিফা ঘোষণা করেছে গ্রুপপর্বের পূর্ণাঙ্গ সময়সূচি।

'জে' গ্রুপে আর্জেন্টিনার লড়াই

লাতিন আমেরিকান বাছাইপর্বে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। পট-১–এ থাকা আর্জেন্টিনা ৫ ডিসেম্বরের ড্রয়ে জায়গা পেয়েছে গ্রুপ ‘জে’-তে।

এই গ্রুপে তিন মহাদেশের তিন দল চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে আলবিসেলেস্তেদের সামনে-

আফ্রিকা থেকে আলজেরিয়া, ইউরোপ থেকে অস্ট্রিয়া এবং এশিয়ার শক্তিশালী দল জর্ডান।

মেসিদের ম্যাচ কবে, কোথায়?

লিওনেল স্কালোনির দল ১৭ জুন থেকে শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।

বিশেষ তথ্য হলো আর্জেন্টিনার পরবর্তী দুই গ্রুপ ম্যাচই ডালাসে অনুষ্ঠিত হবে।

আর্জেন্টিনার গ্রুপপর্বের সময়সূচি (বাংলাদেশ সময়)

প্রতিপক্ষতারিখসময়ভেন্যু
আলজেরিয়া ১৭ জুন সকাল ৭টা কানসাস সিটি, যুক্তরাষ্ট্র
অস্ট্রিয়া ২২ জুন রাত ১১টা ডালাস, যুক্তরাষ্ট্র
জর্ডান ২৮ জুন সকাল ৮টা ডালাস, যুক্তরাষ্ট্র

২২ জুন রাত ১১টায় দ্বিতীয় খেলায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচটি হবে ২৮ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ জর্ডান। সকাল ৮টায় শুরু হবে সেই ম্যাচ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ