ঢাকা, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মমতাজের চরিত্রে অভিনয় করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

২০২৫ জুন ১১ ১৩:০৪:২৫
মমতাজের চরিত্রে অভিনয় করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক; সম্প্রতি বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাক্ষাৎকার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ভারতীয় গণমাধ্যম "আজক বাংলা" চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

রুমিনের দাবি ছিল, দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং তারেক রহমানের দেশে ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন ড. ইউনূস। একইসঙ্গে তিনি অর্থনীতিতে কোনো সাফল্য নেই বলেও মন্তব্য করেন।

তবে তার এসব বক্তব্যকে "মিথ্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসা" বলে আখ্যায়িত করেছেন অনেকে। ঢাকা কলেজের অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ফেরদৌস আরা জামান একটি ভিডিও বার্তায় এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। জনপ্রিয় বিশ্লেষক ও প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেন, “যারা সরকারের কোনো সাফল্য দেখতে পান না, তাদের উদ্দেশে এই বক্তব্য।”

ভিডিওতে প্রফেসর জামান বলেন, “যে দেশে মাত্র ৩০% বাজেটে পরিচালিত সরকার, সেখানে ভারতীয় আগ্রাসন রোধ করে, আইএমএফ ঋণ সফলভাবে ব্যবস্থাপনায় এনে, ইউরোপীয় শক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলে ড. ইউনূস একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন।” তিনি আরও বলেন, “চীন বা অন্য কোনো দেশের মাধ্যমে উন্নয়ন কৌশল বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ ১০ বছর এগিয়ে যাবে।”

তিনি ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। তার মতে, এই ধরনের স্বল্প জ্ঞানে পরিচালিত রাজনৈতিক নেতারা দেশের কল্যাণে নয়, বরং অস্থিতিশীলতা তৈরির পেছনে কাজ করছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা দেশের স্বার্থ রক্ষা করতে পারে না, তারা রাজনীতি থেকে সরে দাঁড়ান।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে চলে গেলে, ৮ আগস্ট জনসমর্থনের ভিত্তিতে রাষ্ট্রক্ষমতায় আসেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপথে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়, যার জের ধরে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

ভিডিওর শেষাংশে প্রফেসর জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানান। তার ভাষায়, “তুমি তোমার মুখ খুলে ফেলেছো, এবার সাবধান হও।”

বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এই বিতর্ক নতুন মাত্রা যুক্ত করেছে, যেখানে একজন প্রাক্তন শিক্ষাবিদের বক্তব্য রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ ধারা নিয়েও প্রশ্ন তুলছে।

আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ