|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে ব্যাটে-বলে আগুন ঝরাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। গত ১০ দিনে ২৭ ওভার বোলিং করে ১০ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের এই পেসার। ইকোনোমিটা ৯.১।

এমন পারফরম্যান্সের পরও আফ্রিদির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পাকিস্তান দলের টিম ডিরেক্টর মিকি আর্থার জানিয়েছেন টেস্টে ফেরার জন্য আফ্রিদির বেশি বেশি বল করাই প্রয়োজন।

সূচি অনুযায়ী চলতি বছরে জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে পাকিস্তানের। সেই সিরিজকে সামনে রেখেই আফ্রিদিকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন আর্থার।

তিনি বলেছেন, '১০ দিনে সে ২৮ ওভার বল করেছে। যদি প্রয়োজন হয় টেস্ট ক্রিকেটে ফেরার জন্য অনেক চাপ নিতে হবে তাকে। সব সময় তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

টি-টোয়েন্টি ব্লাস্টে ন্যাটিংহ্যামশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন আফ্রিদি। পরের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে আরও ২ উইকেট।

এ ছাড়াও ব্যাট হাতে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ১১ বলে ২৯ ও ডারহামের বিপক্ষে ১২ বলে ১৭ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেছেন। এরই মধ্যে ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ল্যাঙ্কাশায়ার।